বগুড়া সংবাদ : বীরমুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে তাঁর কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এক্ষত্রে আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। গত ১১মার্চ সোমবার দুপুরে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দের
আয়োজনে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্তকথাগুলো বলেন। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে প্রতিষ্ঠানের
সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ রায়ের পরিচালনায় সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি এসএম কায়কোবাদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আদমদীঘি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন প্রমুখ। এসময় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, বীমুক্তিযোদ্ধাগণ, প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথি খাঁন
মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এমপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও এদিন বিকেলে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনকে সোভা অটিস্টিক ও
বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় এবং দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের পক্ষ থেকে
অনুরূপ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।