বগুড়া সংবাদ : শুক্রবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াত আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ আসনের দিনব্যাপী স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালক ও শহর জামায়ায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও এ্যাডেভোকেট আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কেন্দ্রীয় প্রশিক্ষণ টিম সদস্য মিজানুর রহমান ও হুমায়ান কবির, শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, আজগর আলী প্রমুখ।
কর্মশালায় শহর আমীর বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ভোটাদের কাছে যেতে হবে। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে নিতে এক যোগে কাজ করতে হবে। তাদের বুজাতে হবে জামায়াতের কোন নেতাকর্মী সন্ত্রাস চাঁদাবাজীতে বিশ্বাস করে না। জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরের মধ্যে দেশকে কল্যাণ রাস্ট্রে পরিণত করবে। ইনশাল্লাহ। ২১ টি ওয়ার্ড কর্মশালায় ১১ টি ইউনিয়নের বগুড়া সদর-৬ স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডাররা অংশ গ্রহণ করে।