বগুড়া সংবাদ : ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় মহান বিপ্লবী নেতা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া শহর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম, অফিস সম্পাদক সজিবুল ইসলাম (সজিব)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার হত্যাকাণ্ড শুধু একজন নেতার মৃত্যু নয়; এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর একটি গুরুতর আঘাত। তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সকল আধিপত্যবাদী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকতে হবে।
কর্মসূচি শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।