বগুড়া সংবাদ : সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামে গত মঙ্গলবার বিকেলে ঘরের বাইরের বারান্দা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ওই গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে মোটরসাইকেল মালিক যুবদল নেতা মাহমুদুর রহমান রনি জানান একলাখ সতেরহাজার টাকা মূল্যের হলুদ-কালো রঙের তার টিবিএস টাইগার মোটরসাইকেল (নং বগুড়া-হ-১৮৩২৭৭) ঘরের বাইরে বারান্দায় রেখে জমিতে গিয়েছিলেন। এ সুযোগে কে বা কারা সেখান থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে রনি বাড়িতে এসে তার মোটরসাইকেলটি পায়নি। এ ব্যাপারে মাহমুদুর রহমান রনি সোনাতলা থানায় একটি অভিযোগ করেন। থানার ওসি কবির হোসেন মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।