বগুড়া সংবাদ : বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় কম্বল বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কইগাড়ী এলাকায় বগুড়া শহরের ১৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান আনছার এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।
এসময় আরও উপস্থিত ছিলেন 8আবু জাফর রনি, মোঃ আব্দুল্লাহ আল মামুন (রাজিব),
রাইয়্যান মোঃ রাশেদ পলাশ, ফাহিম রাফি, মোঃ তৌহিদুর রহমান তন্ময়, রবিউল ইসলাম,
রতন শেখ, মোঃ মোমিন আকন্দ, মোঃ আশরাফুল মোমিন (তুরাগ), মোঃ রিফাত শেখ,
জিয়ারুল, সানোয়ার হোসেন মন্ডল, আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ছাত্রদল সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবে।