বগুড়া সংবাদ : শীতার্ত ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বগুড়া শহরের শহীদ খোকন পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বগুড়া জেলার বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন চাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের ইউনিট কার্যনির্বাহী সদস্য জনাব শহিদ উন নবী সালাম, মোঃ আবেদুর রহমান সোহেল, মোঃ মাহফুজুল হক ও রাশেদা খাতুন রাণী।
এছাড়াও অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট বগুড়ার জ্যেষ্ঠ সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট বগুড়ার মুখ্য স্বেচ্ছাসেবক ও প্রধান রায়হান সরকারসহ যুব কার্যনির্বাহী সদস্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিকদার রাহাত ইসলাম, ইউটি লেভেল কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট।