বগুড়া সংবাদ: স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা ও শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা। দিবসটি পালনে বিজয় দিবসের সূচনালগ্নে সকাল ৭টায় মুক্তির ফুলবাড়ি বিজয় স্তম্ভে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সংগঠনের কবিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবিরা। এতে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সহ সভাপতি জাহাঙ্গীর মাহমুদ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ, উপদেষ্টা কবি এইচ আলিম ও ছড়াকার আমির খসরু সেলিম, দপ্তর সম্পাদক প্রীতি দত্ত, সাংগঠনিক সম্পাদক পিংকু আহম্মেদ, নির্বাহী সদস্য আনিছুর রহমান, কবি মরুফা আক্তারসহ অন্যান্য কবিবৃন্দ।