বগুড়া সংবাদ : রবিবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শেখফরিদ ইয়াতিমখানা ও আজিজিয়া মাদরাসায় ইমাতিমদের মাঝে টিআর ট্রাভেলস প্রদত্ত কম্বল ইয়াতিমদের হাতে তুলে দেন ইয়াতিমখানার প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ইয়াতিমখানার সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ইয়াতীমখানার সুপার মাওলানা মুশফিকুল ইসলাম, সহকারী সুপার মাওলানা মুস্তাফিজুর রহমান, মুহতামিম হাফেজ আফছার আলী, সহকারী শিক্ষক মোঃ শাহাদত জামান, হাফেজ আল আমিন, হাফেজ আলমগীর হোসেন, মাওলানা আব্দুল কুদ্দছ নন্দনী প্রমুখ। অনুষ্ঠানে ৭৫ জন ইয়াতিমদের হাতে কম্বল তুলে দেয়া হয়।