বগুড়া সংবাদ : বগুড়া শহরে মাদক মামলার এক আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন বনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) বাবর আলী (৩৫)। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমান নগর ক্যাডেট মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার আসামি রিয়াদ ও জিহাদকে আটক করতে সেখানে অভিযান চালান এটিএসআই বাবর আলী। এ সময় রিয়াদ আকস্মিকভাবে ছুরি দিয়ে তার ওপর হামলা চালায় এবং দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা বাবর আলীকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন।
ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানায় কর্তৃপক্ষ।