বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : গতকাল বুধবার বিকেলে সম্মিলিত গাবতলী উপজেলা বাসীর আয়োজনে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দোয়া পূর্বক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপি'র সভাপতি এনামুল হক সাইন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নেপালতলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি জুলফিকার হায়দার গামা, কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, মহিষাবান ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল্লাহেল বাকী, দুর্গাহাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলী আকবর একাব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি ডা: ছাবেদ আলী গেদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, পৌর বিএনপি'র সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবীদল, ওলামা দল, তাঁতী দলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার জনগণ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পুরষ্কার প্রাপ্ত হাফেজ ক্বারী মোঃ ফাহাদ হোসেন।