বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন বগুড়া। দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানান দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, আবুল কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য প্রতীক ওমর, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, দৈনিক উত্তরকোন এর সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা সভাপতি আবু মুসা,আল আমিন মন্ডল প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কয়েক শত মুসল্লি দোয়ায় শরীক হন।