বগুড়া সংবাদ : বগুড়ার আদমদিঘী উপজেলার ছতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুস সালাম (৫৭) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। গত শনিবার বিকেলে কর্মস্থল মাদরাসা থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বগুড়া-নওগাঁ সড়কের পাগলাপীর এলাকায় দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
নিহত মাওলানা আব্দুস সালাম বগুড়ার কাহালু উপজেলার কাইট গ্রামের মরহুম হাসমতুল্লার ছেলে।
মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।