বগুড়া সংবাদ : সোনাতলায় শহীদ সৈকত চত্বরে বিএনপির অঙ্গদল যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। তিনি বক্তব্যে বলেছেন যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদল আমাদের প্রধান শক্তি। এই শক্তিকে আমাদের নেতা তারেক রহমান ধরে রেখেছেন। এরাই আমাদের এদেশের ভবিষ্যত। তিনি আরো বলেন তারেক রহমান দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবী জাতির কাছে তুলে ধরেছেন। এটি বাস্তবায়ন হলে এদেশ হবে উন্নয়নশীল দেশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আবু হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান,জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সায়লা ইসলাম মুক্তা প্রমুখ। উপস্থিত ছিলেন দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফি,নাছির উদ্দিন আঞ্জু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,বিএনপি নেতা আলী হাসান নারুন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান বাবু,উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান,উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁনসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।