বগুড়া সংবাদ : বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ৫ম শ্রেণীর ৯২ জন শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে মালিহা মমতাজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. ছায়েদুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি রাজিয়া সুলতানা, সহকারি শিক্ষক শাহনওয়াজ খাতুন, আব্দুল কুদ্দুস, আছমা খাতুন, মিজানুর রহমান, আকিকুন নাহার, ফারুকুজ্জামান পলাশ, আব্দুস ছালাম, ফারহানা আফরোজ, মকবুল হোসেন, সুরাইয়া আখতার, আলমগীর হোসেন ও পারভেজ আলম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. মেহেরুল ইসলাম।