শেরপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শেরপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদীকে শেরপুর উপজেলায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে এক ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর (বুধবার) বেলা ১২ টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অগ্রণী ব্যাংক, পিএলসি শেরপুর শাখার ব্যবস্থাপক (এসপিও) শেখ মোঃ আব্দুস সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুপালী ব্যাংক, পিএলসি বাসস্ট্যান্ড (শেরপুর) শাখার ম্যানেজার (পি,ও) সিপেন কুমার দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, পিএলসি শেরপুর শাখার ব্যবস্থাপক (এসপিও) এ,এস,এম রবিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেরপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ আনিছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ঢাকা ব্যাংক পিএলসি, শেরপুর শাখার ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ঢাকা ব্যাংক, পিএলসি শেরপুর শাখার সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেরপুর শহিদিয়া কামিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক আজাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উলিপুর আমেরিয়া সমতুল্যা ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক সাখাওয়াত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উলিপুর আমেরিয়া সমতুল্যা ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি জাহিদ হাসান।উল্লেখ্য, বগুড়ার শেরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষে ৩৪ তম বিসিএস পরীক্ষার মেধা তালিকায় স্থান অর্জনের মাধ্যমে এডমিন ক্যাডারে যোগদান করেন। শেরপুর উপজেলায় বদলী হওয়ার পূর্বে তিনি বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।