বগুড়া সংবাদ : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মাসহা শামছুন নাহার ইয়াসমিন।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত ও সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম. এ কাদের, দৈনিক ভার্সন দর্পণ ও দি নিউ এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, দৈনিক চাঁদনীবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম শখ, দৈনিক করতোয়া ও ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. আব্দুস সালেক (তাতা), দৈনিক বগুড়া ও ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ও কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. আব্দুল হানান প্রমুখ।