বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় নীলিমা গোস্বামী(৩৬) নামের এক গৃহবধূ গ্যাসের ট্যাবলেট(কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে। নিহত নীলিমা উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর গ্রামের প্রবাসী কাজল গোস্বামীর স্ত্রী। গত ২৩নভেম্বর রোববার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় এ গ্যাসের ট্যাবলেট খাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
নিহতের মেয়ে পল্লবী গোস্বামী জানান, তার বাবা কাজল গোস্বামী ২বছর যাবৎ(দুবাই) অবস্থান করছেন। তিনি, তার মা ও তার ছোট দুই ভাই-বোন ও দাদা-দাদী সহ একত্রে বসবাস করেন। গত ২৩নভেম্বর রোববার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় তার মা তাকে বলেন তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন এবং তার মাথা ঘুরছে। এ ঘটনায় দ্রæত তার দাদা সহ প্রতিবেশীদের সহযোগিতায় তার মাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসানপাতালে(শজিমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আমাদের ধারণা আমার মা ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। ইতিপূর্বেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম জানান, নীলিমা গোস্বামী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় বগুড়া সদর থানার তত্বাবধানে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।