বগুড়া সংবাদ : বগুড়া জেলা এ্যাডভোকেট বার সমিতির নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলর মনোনীত রিয়াজ-সিরাজ প্যানেলের পরিচিতি সভা এ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনসংগঠনের প্রধান উপদেস্টা, শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। কাউন্সিলের সেক্রেটারী নুরুল ইসলাম আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, সহ সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম,অ্যাডভোকেট মোখলেসুর রহমান। আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফুল, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট বাবুল রহমান, এডভোকেট জান্নাতুল রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জামায়াতে ইসলামীর উপর জুলুম নির্যাতনের স্ট্রীম রোলার চালিয়েছে। আপনারা পাশে ছিলেন বলেই আমরা জামিন পেয়েছি। আমিও অনেকবার জেল খেটেছি। বগুড়া বারে সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্টা করতে হলে আপনাপরা সবাই রিয়াজ সিরাজ প্যানেল কে বিজয়ী করুণ। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।