বগুড়া সংবাদ : আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড ২৩ নভেম্বর ২০২৫, শনিবার বগুড়ায় আয়োজন করে দিনব্যাপী “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক বিশেষ কর্মসূচি। এ অঞ্চলের নিবেদিতপ্রাণ পরিবেশক ও খামারিদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা এবং তাদের জন্য গুণগত, মানসম্মত, এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড নিশ্চিত করাই কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, সিএফএ। তিনি বলেন, কৃষিখাতে স্থিতিশীলতা ও উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করে, আর সেই লক্ষ্যেই আফতাব কাজ করছে। স্থানীয় পরিবেশকদের মাধ্যমে খামারিদের সরাসরি সহায়তা এবং উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন কর্মসূচির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরএসএম আব্দুস শাকুর।
কর্মসূচিকে সফল করতে আফতাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মেহেবুবুল ইসলাম, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ, লিটন হোসেন, ন্যাশনাল সেলস কো-অর্ডিনেটর রাজশাহী অঞ্চলের সম্পূর্ণ সেলস টিম ।
স্থানীয় পরিবেশক ও খামারিদের অংশগ্রহণে আয়োজিত এই আঞ্চলিক মিট কর্মসূচি কৃষি ও প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।