বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলাধীন তেকানী চুকাই নগর ইউনিয়নের অন্তর্গত বালিয়াডাঙ্গা ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে প্রধান শিক্ষক বাদশা আলম-সহ ৫ জন শিক্ষক দিয়ে সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্থানীয় ব্যক্তি আছালতজামান সরকার মাদ্রাসাটির সভাপতি। ইতিমধ্যে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটির মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়েছে। এতে পক্ষ দুটির মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ। বন্ধ হয়ে যায় মাদ্রাসার পাঠদান কার্যক্রম। দ্ব›দ্ব নিরসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয়রা একাধিকবার বৈঠক করেন। কিন্তু আজ পর্যন্ত নিরসন হয়নি। প্রকৃত ঘটনা অবগত হওয়া এবং সৃষ্ট দ্ব›দ্ব নিরসনের জন্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী দু’পক্ষের লোকদের নিয়ে বৈঠক করেন। তিনি মাদ্রাসা ও মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন এবং উভয় পক্ষের ব্যক্তিবর্গের শুনানী গ্রহণ করেন। মাদ্রাসার সভাপতি আছালতজামান সরকার,আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান,তেকানী চুকাই নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন ও ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তেজার রহমান বেপারী-সহ মাদ্রাসাটির সকল শিক্ষক,কমিটির সদস্যরা-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সকলে সৃষ্ট দ্ব›দ্ব নিরসন চায়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন বালিয়াডাঙ্গা ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে দুটি পক্ষের মধ্যে যে দ্ব›দ্ব সৃষ্টি হয়েছে তা নিরসনের উদ্যোগ নিয়েছেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা। আমিও চাই দীর্ঘদিনের দ্ব›দ্ব শিগগির নিরসন হোক।