বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কদমতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহতাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল মোত্তালিব, মনির উদ্দিন, সোহেল রানা, রাজু মিয়াসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের উদ্দেশ্য সামনে এসএসসি পরীক্ষা উপলক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখা হয়। শেষে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।