বগুড়া সংবাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন বলেছেন,আমাদের এদেশে চাঁদাবাজি,চুরি-ডাকাতি,ছিনতাই-সহ নানা অপরাধে ও অনিয়মে দেশটা ভরপুর হয়েছে। যৌতুকের জন্য গরীব মেয়েদের বিয়ে দেয়া সমস্যা হয়। টাকা অভাবে চিকিৎসা হতে পারে না। বাড়ি-ঘর করতে পারে না। সাধারণ মানুষের বহু টাকা অনেকে লুট করে এদেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা সবাই অশান্তির মধ্যে আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে মূল্যবান ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করুন। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এদেশে আল্লাহর আইন চালু হবে। এতে মা-বোনদের ইজ্জত বাড়বে। চুরি-ডাকাতি,হাইজ্যাক বন্ধ হবে। যৌতুক প্রথা বন্ধ করা সম্ভব হবে। আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আমার কথা তোমরা অনুসরণ করো। আল্লাহর আইন চালু করা সবার দায়িত্ব। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দিনব্যাপি বগুড়ার সোনাতলা পৌর এলাকার গোপাই সাহবাজপুর গ্রাম-সহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার প্রতীক সম্বলিত তাঁর জীবন বৃত্তান্ত ও জামায়াত সংগঠনের নীতি-আদর্শ সংক্রান্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। সেইসাথে পথসভায় বক্তব্য দেন। তাঁর সাথে ছিলেন জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,আশিকুল ইসলাম,এনামুল হক, মাওলানা আব্দুর রহিম,জাহেদুল ইসলাম, শহিদুল ইসলাম,মতিয়ার রহমান ও জহুরুল ইসলাম-সহ অনেকে।