বগুড়া সংবাদ : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এক আলোচনা সভা অধ্যাপক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আব্দুল হাদি শফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। এই প্রতীকের জয়ে দেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ প্রজন্ম জিতবে। তাই আগামীর নির্বাচনে সামাজিক সুবিচার ও দেশের গুণগত পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার বিজয়ে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।