বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা গ্রামে জমির ধানকাটা কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করার প্রতিবাদে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মৃত চাঁনমিয়া মন্ডলের ছেলে মোঃ মোস্তা মন্ডল। তিনি বলেন, আমাদের ও মৃত মালেক মন্ডলের ছেলেদের সাথে একই গ্রামের মৃত মোজাম মোল্লার ছেলে রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৫ নভেম্বর দুপুরে আমরা আমাদের রোপনকৃত পাকাধান কেটে নেয়ার পর প্রতিপক্ষের ইন্ধনে অযাচিতভাবে সোনাতলা থানা পুলিশের একটি টিম আমাদের বাড়িতে এসে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি করে। সেইসাথে পুলিশ আমাদের একটি নতুন অটোভ্যান থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা পরিবার-পরিজন নিয়ে চরম ভীতিকর অবস্থায় রয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীরের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, কারো বাড়িঘরে পুলিশ কোনো ভাঙচুর করেনি। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মাত্র।