বগুড়া সংবাদ : সোনাতলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রামের সহযোগিতায় বুধবার (৫ নভেম্বর) দিন ব্যাপি উপজেলা অফিসার্স ক্লাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা বিষয় অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোছাঃ তানজিমা আক্তার। উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সোনাতলা উপ-শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মাইদুল হক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,চিকিৎসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-সহ অনেকে।
ক্যাপশন
বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপি সোনাতলায় মা ও শিশু সহায়তা নির্দেশনা বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোছাঃ তানজিমা আক্তার।
সোনাতলায় ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের হলরুমে বিকেন্দ্রীকৃত পরীবিক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরা এতে অংশ নেন। ইউএনও স্বীকৃতি প্রামানিক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন প্রকল্পের বগুড়া জেলা ম্যানেজার আহসান হাবীব,উপজেলা সমন্বয়কারী শাহীন মিয়া, সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বেলাল,দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ। বক্তারা গ্রাম আদালতের করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।