বগুড়া সংবাদ : বগুড়া জেলা দুর্নীতি দমক কমিশনের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বয়ড়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিচারকমন্ডলীরা সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে বিজয়ী বলে ঘোষণা করেন এবং পুরস্কার হিসেবে ক্রেস্ট,সনদ ও মেডেল প্রদান করেন। এসব প্রদানের আগে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক,দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক,প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা খাতুন,উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান,বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ, হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ-আল-মাসুদ,সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীনা খাতুন ও ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তেজার রহমান বেপারী-সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থরা।