বগুড়া সংবাদ : বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
আজ সোমবার ৩ নভেম্বর, দুপুর ১২টায় শহরের টিটু মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এনামুল হক বাবলু।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামসু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বিজয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু,
বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা,
সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু,
শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম,
বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী,
এবং রিকশা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিএম বকুল।
এছাড়াও বক্তব্য রাখেন গাবতলী উপজেলা ডেকোরেটর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিঠু, আবু সাঈদ সনি, মিজানুর রহমান শিমুল, বেলাল হোসেন নান্নু, আনারুল ইসলাম,
শ্রী পরিতোষ, মোঃ ফিরোজ, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, খোকন রায়,
শিবলি সাদিক, সুলতান মাহমুদ, আব্দুল হাকিম সনি, শাহরিয়ার অনিক, আলী হাসান,
রিপন সরকার, নাসির হোসেন, ও মোঃ শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রায় ১,৫০০ শ্রমিক ও নেতৃবৃন্দ বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ-কে ফুল দিয়ে শ্রমিক দলে যোগদান করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, সৌহার্দ্য ও ঐক্যের উচ্ছ্বাস।
বক্তারা শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য, ও শ্রমিক কল্যাণে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।