বগুড়া সংবাদ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক ফরম পূরণ ফি বৃদ্ধির প্রতিবাদে রোববার (২ নভেম্বর) দুপুরে সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের অনার্স শ্রেণির বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে পারুল তলায় সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মোসাব্বের হোসাইন, আব্দুর রহিম, জাকিরুল ইসলাম, আবু ইউসুফ,সৌরভ,রিফাত ও নিয়াজ প্রমুখ। তারা বলেছেন শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক চাপ বন্ধ করতে হবে।