বগুড়া সংবাদ :(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : রবিবার (০২নভেম্বর) অনুমান ১১টার দিকে বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাদশা মিয়ার ছেলে আতাউর রহমান সেলিম (৩৫)।
এলাকা সূত্রে যানা যায়, ছোট ইটালি গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা আক্তার (৪৫), বহুদিন আগে থেকে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত—তার বাড়িতে কুমিল্লা থেকে আসা কয়েকজন লোক কয়েকদিন ধরে অবস্থান করছিলেন। সকাল অনুমান এগারোটা দিকে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয় পরে ওই বাড়িতে লোকজন ভিড় করে দেখতে পায় ককটেল তৈরি করার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন।
স্থানীয়রা আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও এলাকাবাসী মিলে আহত সেলিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গোপন সূত্রে জানা যায়, উপজেলার মাঝবাড়ী গ্রামের একটি ডাকাত দলের সহযোগিতায় কুমিল্লা থেকে আসা ৩ থেকে ৪ জন ব্যক্তি স্থানীয় মাদক ও চোরাচালান চক্রের সঙ্গে মিলে বিস্ফোরক তৈরির কাজ করছিলেন। বিস্ফোরণের পর আরও ২–৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।