বগুড়া সংবাদ : বগুড়া রহমান নগর (জিলাদারপাড়া) এলাকায় অবস্থিত লিল্লাহ্ জামে মসজিদে শুক্রবার (৩১ অক্টোবর) বাদ এশা সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব নাবিউল ইসলাম নয়ন।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ দিলবর রহমান বাদশা। এরপর গত তিন বছরের আয়-ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেন মন্টু, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব জালাল উদ্দিন জিলাদার সভাপতি, মোঃ দিলবর রহমান বাদশা সাধারণ সম্পাদক এবং আলহাজ্ব আনোয়ার হোসেন মন্টু কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে মোট ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।