বগুড়া সংবাদ :শুক্রবার সকালে বগুড়া মালতিনগরে সৌরভ ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫”। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ৭২ জন প্রতিযোগী, যা বিভক্ত ছিল ৩৬টি দলে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে জমজমাট এই প্রতিযোগিতা সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখাই ছিল এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, দলগত চেতনা এবং ক্রীড়া মনোভাব আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।
এ সময় আয়োজক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: আলম, লিপ্টন, সুলতান, বিশাল, ফারুক, রিফাত, জাহান সহ আরও বিভিন্ন স্থানীয় ও ন্যাশনাল প্লেয়ার বৃন্দ।
স্থানীয় এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।