বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫ নং ওয়ার্ড, বগুড়া শহর শাখার উদ্যোগে র'ক্তা'ক্ত ২৮ অক্টোবর শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার সকালে গোদারপাড়া ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫ নং ওয়ার্ডের আমীর অধ্যাপক আবু হুর ফরাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজগর আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর ও কেন্দ্রীয় সদস্য।
আলোচনায় আরও বক্তব্য রাখেন— মোঃ মোরশেদুল ইসলাম সুইট, সহকারী সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা।
অধ্যাপক মাওঃ আবদুল বাছেত, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া শহর শাখা।
মোঃ এবাদুল হক ও মোঃ মুক্তার হোসেন, জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন—
মোঃ মানিক হোসেন, ৩নং জোন দায়িত্বশীল, জামায়াতে ইসলামী, বগুড়া শহর শাখা। মোঃ দ্বীন ইসলাম দিলদার, পরিচালক, প্রত্যাশা শিল্পী গোষ্ঠী, বগুড়া। এছাড়াও জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। এই দিনের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আমরা ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার শপথ গ্রহণ করি।” সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।