বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮অক্টোবর মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন, মাছের পোনা অবমুক্ত করণ, প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। এদিন বিকেলে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ ও যুবদল নেতা আশরাফুল আলমের যৌথ পরিচালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তালুকদার কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেশকাত আহম্মেদ, আব্দুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা আবু রায়হান, যুবদল নেতা মোবাইদুন নবী তিতাস, রাবু খান, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষি করে।