বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় আফতাফ উদ্দিন শেখ ফাউন্ডেশনের আয়োজনে ও তালোড়া বন্দরনগর কবিতা সংসদের সহযোগিতায় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যান মন্ত্রণালয় এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭অক্টোবর সোমবার দুপুরে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় হলরুমে আফতাব উদ্দিন শেখ ফাউন্ডেশন তালোড়া এর চেয়ারম্যান আফরিনা পারভীনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আজম আলী খাঁন, বগুড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুজাব উদ্দিন শেখ, সমাজসেবী আউলিয়া শেখ প্রমুখ। পরে তালোড়া পৌর এলাকার মুক্তাগাছা মহল্লার আব্দুস সামাদ ফকিরের প্রতিবন্ধী ছেলে সোহাইল হোসেনকে সংস্থার পক্ষ হতে বিনামূল্যে একটি হুইল চেয়ার প্রদান করেন প্রধান অতিথি। শেষে আফতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরিনা পারভীন রচিত কবিতার বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রসঙ্গতঃ আফতাব উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে তালোড়ায় প্রতিমাসের শেষ সপ্তাহের রবি ও সোমবারে স্ট্রোক, প্যারালাইসিস, বাথ-ব্যাথা সহ অন্যান্য রোগীদের বিনামূল্যে থেরাপি দিয়ে আসছে। এদিন ৩৫জন নারী-পুরুষকে থেরাপী দেয়া হয়।