বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাল্লাপাড়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি পদে শাহীনুর ইসলাম সায়েম নির্বাচিত হয়েছেন। ২৬অক্টোবর রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নির্বাচিত সদস্যদের প্রথম মিটিংয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার গোলাম মোস্তফার পরিচালনায় সর্বসম্মতিক্রমে তাকে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন এমদাদুল হক, এটিএমএ সামাদ কোব্বাদ শিক্ষক প্রতিনিধি, শিরিন বানু সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি, তাসলিমা খাতুন সংরক্ষিত অতিরিক্ত সদস্য, দিলবর হোসেন, মামুন প্রাং, আবু বক্কর সিদ্দিক, পারুল আক্তার অভিভাবক সদস্য, আক্কাস আলী দাতা সদস্য।