বগুড়া সংবাদ : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রোববার বিকেলে এলডিপি কাহালু উপজেলা শাখার আয়োজনে উপজেলার শীতলাই ক্লাবঘর এলাকায় অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কর্তন ও এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলডিপি কাহালু উপজেলা শাখার সভাপতি খয়বর আলী।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি কেন্দ্রীয় মহিলাদলের সভাপতি অধ্যাপক মোছাঃ. কারিমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, এলডিপি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার এলডিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস (ইকবাল)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলডিপি গাবতলী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ খান, এলডিপি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল, এলডিপিনেতা মফিজ উদ্দিন, মাসুদ সহ উপজেলা ও ইউনিয়ন এলডিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।