বগুড়া সংবাদ : নানা প্রতিকূলতা ও স্থবিরতার সময়েও বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে নতুন আশার আলো নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘সাংস্কৃতিক মঞ্চ, বগুড়া’।শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি ভবনে বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এ সংগঠনটির যাত্রা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন নাট্য, যাত্রা, সংগীত, নৃত্য, চিত্রকলা, আবৃত্তি ও কবি-লেখক সংগঠনের মোট ৬৪ জন প্রতিনিধি। তাঁদের আলোচনায় উঠে আসে— একক সংগঠনের সীমানা পেরিয়ে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক চেতনা বিকাশই সময়ের দাবি। জেলার সকল সংগঠনের সঙ্গেঐক্য করে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা।
সভায় সভাপতিত্ব করেন জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ। বক্তৃতায় তিনি বলেন, “বগুড়ার সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ড গনঅভ্যুত্থান পরবর্তী দীর্ঘ সময় ধরে প্রায় স্থবির হয়ে পড়েছে এবং কিছু সংগঠন সীমিত পরিসরে কাজ করছে। এখন সময় এসেছে দল মত নির্বিশেষে সবাই মিলে এক মঞ্চে দাঁড়িয়ে আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে নতুনভাবে গড়ে তোলার এবং বেগবান করার।”
সভায় বক্তব্য রাখেন বন্ধন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আনন্দকণ্ঠ, বগুড়ার সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক আলমগীর কবির, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বী, ফাল্গুনী থিয়েটারের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, করতোয়া নাট্যগোষ্ঠীর নাট্যকর্মী ফরহাদুজ্জামান রনি, নৃত্যশিল্পী জর্জেট বুলবুল ব্যাপারি, নৃত্যশিল্পী আবু জুবায়ের পিনু সহ অন্যান্য নাট্যশিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, কবি, চিত্রশিল্পী ও আবৃত্তিশিল্পী।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, যে সমাজ সংস্কৃতিহীন হয়ে পড়ে, সেখানে মানবিক মূল্যবোধ টেকে না। ‘সাংস্কৃতিক মঞ্চ’ হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বগুড়ার সকল সাংস্কৃতিক সংগঠন পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করবে— অশুভ, অসাম্প্রদায়িক ও অসংবেদনশীলতার বিরুদ্ধে একযোগে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে। বগুড়ায় সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা ফিরিয়ে আনা, তরুণ প্রজন্মকে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করা এবং জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করাই হবে "সাংস্কৃতিক মঞ্চ, বগুড়া"র কাজ।
নানা কারণে সারাদেশের মতো বগুড়াতেও যখন সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রায় স্থবির, তখন জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদের আহ্বানে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হলেন। এজন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত সংগঠনের প্রতিনিধিরা।
সভায় সিদ্ধান্ত হয়, শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ‘সাংস্কৃতিক মঞ্চ, বগুড়া’-এর কার্যক্রম শুরু করা হবে এবং নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটি বগুড়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রাণ দেবে।