বগুড়া সংবাদ : গত বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি টিম শহরের নবাববাড়ী রোডের ডায়াবেটিস হাসপাতালের সামনে গোপন সাম্বাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ যুবসমাজ ধ্বংসকারী সর্বনাশা ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যবসায়ী রাসেল ও সোহেলকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রধামা গ্রামের পিতা মৃত আজহার আলীর পুত্র মো:
মোঃ রাসেল মিয়া (৪০)।
অপরজন হলো, শাহজাহানপুর উপজেলার শহরতলীর লতিফপুর উত্তর পাড়ার পিতা মৃত শমসের আলী মিয়ার পুত্র, মোঃ আবু সাঈদ আজমল কবীর (সোহেল)। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৩৫০ পিস সর্বনাশা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে, সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।