প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৪:৪৬ এ.এম
![]()

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :গত সোমবার বগুড়ার
গাবতলীতে উন্চুরখি টোন পাড়া গ্রামের আতিকুর রহমানের বসতবাড়ি দুপুর অনুমান সাড়ে বারোটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িসহ আতিকুর রহমানের দ্বিতীয় সন্তান মিনাজ (৮)বছর ঘটনার দিনগত রাতেই মারা যান।
গতকাল বুধবার বিকেলে ওই শোকাহত পরিবারে দেখতে যান জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম এ সময় শোকাহত পরিবারকে নগদ ১ হাজার টাকা চাল ডাল তরকারিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি আফছার আলী মিজু, আবু হাসনাত শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম,মতি, ময়না, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দীন বুলবুল, বিএনপির নেতা কামাল হোসেন, নুরুন্নবী, শাহীন, রাজ্জাক, সবুজ পৌর জিয়া পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, বিএনপি নেতা রকেট, মাসুদ, কামাল, শ্যামল, আনিছুর রহমান, নজরুল, আব্দু মান্নান, সোহেল, টিপলু, পৌর যুবদলের যুগ্ন আহবায়কআনোয়ার হোসেন, সাব্বির আহমেদ, বুলবুল, তাজুল ইসলাম, নিফুল, ছনি, পেস্তা, বাবু, শহিদুল, পলাশ, মোহন, রাসেল, বিপুল, মামুন, শাকিল, মান্নান, ছাত্র দলনেতা, ফজলে রাহী, কামাল, হৃদয় আল আমিন, রিয়াদ, শ্রমিক দলনেতা, শফিকুল ইসলাম, আল আমিন বারী মর্নিং, স্থানীয় গ্রামের বিএনপি নেতা হিটলু,রফিকুল, মজনু, জামাল, খোকা, কালাম, তোতা, রব্বানী, নিরব, মন্তেজার, মোজাম্মেল, আজাহার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে ওই মৃত মিনাজ এর কবর জিয়ারত করেন উপস্থিত সবাই।