বগুড়া সংবাদ : বগুড়ায় র্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের গোকুল এলাকায় একটি খাবার হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তার ওই দুইজন হলো- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়ার আবু তালেবের ছেলে নুরুজ্জামান মিয়া (২৮) ও একই জেলার হাতিবান্ধা থানার ধুবলী এলাকার নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৫)। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া র্যাব কার্যালয়ে স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ এ বিপুল মাদক পরিবহন করা হচ্ছে। তখন র্যাবের একটি চৌকস টিম সদরের গোকুল এলাকায় রংপুর -ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ৪ টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।র্যাবের এই কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন ধরেই আসামিরা মাদক কারবারির সাথে জড়িত। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।