বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) :
খুলনা বাগেরহাট জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন-কে গত ৩ অক্টোবর, শুক্রবার সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বগুড়ার মহাস্থান রংপুর মহাসড়কের ফ্লাইওভার নিচে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় দৈনিক ভোরের চেতনা পরিবার বগুড়া এর আয়োজন মানববন্ধনের মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক ভোরের চেতনা বগুড়া জেলা প্রতিনিধি মোছাঃ তাহেরা জামান লিপি মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিঠু, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ, মহস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এস. আই. সুমন,
মোকামতলা মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন,
বক্তারা বলেন,আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবার মৃত্যুর হুমকির মুখে পড়ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হবে।তাঁরা দ্রুত এস. এম. হায়াত উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন
জাতীয় দৈনিক ভোরের চেতনা'র রিপোর্টার মোঃ হাকীম আ গনি (গাবতলী), মোঃ শফিকুল ইসলাম শাকিল, মোঃ হীরা মানিক (সারিয়াকান্দি), মোঃ আব্দুর রহমান নাহিদ, মোঃ আব্দুর রহিম (শিবগঞ্জ) মোঃ শাহিন আলম সাজু, এবং শিবগঞ্জ উপজেলা ও মহাস্থান প্রেসক্লাবের অসংখ্য সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন
মোঃ আব্দুল বাসেত, প্রতিষ্ঠাতা সভাপতি, মহাস্থান প্রেসক্লাব;
মোঃ গোলাম রব্বানী শিপন কোষাধ্যক্ষ, মহাস্থান প্রেসক্লাব
মোঃ আমিনুল ইসলাম, মোঃ টগর, মোঃ শহিদুল ইসলাম স্বাধীন, মোঃ শফিউল আলম ডিউসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা একবাক্যে বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সরকারের প্রতি আহ্বান জানান- সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।
মানববন্ধন শেষে নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আয়োজনে: জাতীয় দৈনিক ভোরের চেতনা পরিবার, বগুড়া।