বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : শনিবার ১১অক্টোবর বগুড়ার গাবতলীতে সন্ধ্যা রাতে একই পরিবারের প্রবাসীসহ তিনটি টিন সেট ঘরের নগদ টাকা স্বর্ণের গহনা ও মোবাইলসহ প্রায় ৩২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্ধর্ষ চোরেরা। এ সময় দুই যুবক ঘর খোলার সময় তাদেরকে গন্ধ জাতীয় প্লে করে পালিয়ে যায়। এ সময় দুইজন স্প্রের গন্ধে জ্ঞানশূন্য হলে রিহানকে (১৯) গাবতলী হাসপাতালে ভর্তি আছে। অপর একজন ইকলাস (১৫) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর শনিবার সন্ধ্যা রাতে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলার টাইর গ্রামে। এ ঘটনার পরপর ভুক্তভোগীরা ট্রিপল লাইনে (৯৯৯) ফোন করলে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী রুস্তম আলীর ছেলে শিহাব আহমেদ জানান, সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার পরে ৪/৫ জন চোরের দল বাড়িতে কেউ না থাকার সুবাদে রুস্তম আলী প্রামানিক, রোমান আলী প্রামানিক ও মিল্লাত প্রামাণিকের বাড়িতে ঢুকে চোরের দল একটি ঘরের তালা ভেঙ্গে ও টিনের চাল খুলে উপরোক্ত তিনজনের ঘরের উপর দিয়ে প্রবেশ করে। শিহাব আরও জানান, তাদের ওই তিনটি ঘর থেকে নগদ টাকা, স্বর্ণের গহনা ও মোবাইলসহ রায় ৩২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক জানান, চুরির ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে মামলা বা অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গন্ধ জাতীয় স্প্রে আহত রিহান গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন আছে।