বগুড়া সংবাদ : এটিএন বাংলা স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইকবাল মোরশেদ রিপনের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত করা হয়েছে। ১১ আক্টোবর শনিবার বিকালে বাদ আছর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, এটিএন বাংলা রিপোর্টার আজিজুল হাকিম রুমন, মরহুমের কন্যা ও এটিএন বাংলার বগুড়া জেলা প্রতিনিধি হুমায়রা আক্তার জাহান, সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম, এসএম সিরাজ, ইনসান আলী শেখ, আল-আমিন, সানাইল হক শুভ, মির্জা আহসান হাবীব দুলাল। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি হুসাইন আব্দুল্লাহ। উল্লেখ্য ২০২৩ সালে বগুড়ার ধনুট উপজেলার বথুয়াবাড়ি গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।