বগুড়া সংবাদ : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর ও জেলা শাখার উদ্যোগে সরকার ঘোষিত এমপিও ভুক্ত শিক্ষকদের ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে, প্রতিবাদ সভা ও মানববন্ধন বগুড়ার ঐতিহাসিক সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক মোঃ হেদাইতুল ইসলামের সভাপতিত্ব ও সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ ও ডঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক হেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার। প্রধান অতিথি বলেন, অনতিবিলম্বে ৫০০ টাকা বাড়ি ভাড়া প্রত্যাহার পূর্বক ৫০% বাড়ি ভাড়া প্রদান সহ শিক্ষকদের যৌক্তিক দাবি সমূহ মেনে নিতে হবে। অন্যথায় শিক্ষকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উপদেষ্টা অধ্যাপক রফিকুল আলম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ,বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক ,বাংলাদেশ কলেজ