বগুড়া সংবাদ : বগুড়া জেলায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে। ইতিমধ্যে আড়াইলাখ রেজিস্ট্রেশন হয়েছে, কার্যক্রম চলমান রয়েছে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়। সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুহ্ম মচিব) হোসনা আফরোজা। সভায় পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সিভিল সার্জন ডাঃ খুরশিদ আলম, জেলার সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, ইউনিসেফের প্রতিনিধি শহিদুল হাসান। আলোচনায় গণমাধ্যমে কর্মরতগণ অংশ নেন। সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। নিরাপদ ও কার্যকর টিকা প্রদানে ইপিআই অঙ্গীকারবদ্ধ। ক্যাম্পেইনে ব্যবহৃত টিকা নিয়ে কোন প্রকার গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। যে টিকা দেয়া হবে তা পার্শ্ববর্তী দেশে দেয়া হয়েছে, সেখানে বিরুপ প্রতিক্রিয়া পাওয়া যায় নি। বিগত যে ক্যাম্পেইন হয়েছে, প্রতিটি ক্যাম্পেইনে চ্যালেঞ্জ থাকে গুজব। তাই গুজব নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দিতে হবে।