বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ একাধিক মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানার এসআই মামুনসহ ৫ জন আহত হয়েছে। ঘটনার পর পুলিশের বিশেষ অভিযানে
নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা প্রদান করায় ২০ জনের নাম উল্লেখ করে ও ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। রিজ্জাকুল ইসলাম রাজু ওই এলাকার বদর উদ্দিন বদরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনসহ পুলিশের ৫ সদস্য একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় গ্রামের বিক্ষুব্ধ নারী- পুরুষেরা পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশের চোখেমুখে কাদা ছুড়ে এবং ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ আসামিকে গ্রেপ্তার ও হাতকড়া উদ্ধার করতে সাঁড়াশি অভিযান চালায়। এর ফলে গ্রামটি নারী ও পুরুষশূন্য হয়ে পড়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান করায় থানায় মামলা নেয়া হয়েছে। এস আই আব্দুল্লাহ আল মামুনসহ আহত ৫ পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় ২১ জনকে গ্রেফতার করে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে