বগুড়া সংবাদ : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপচাঁচিয়ায় শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োাজনে র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর রোববার সকালে এক র্যালি বের হয়। র্যালি শেষে মডেল মসজিদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, অধ্যক্ষ ইউসুফ আলী, প্রভাষক আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক বেলাল হোসেন, প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সহকারী শিক্ষক সুদেব কুন্ডু প্রমুখ। আলোচনা সভা শেষে ৬টি স্তরে ৬জন গুণী শিক্ষক ইবতেদায়ী পর্যায়ে প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, দাখিল পর্যায়ে সহকারী শিক্ষক আব্দুল মজিদ, মাধ্যমিক পর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম ,আলিম- ফাজিল পর্যায়ে সহকারী অধ্যাপক আব্দুস সালাম ও কলেজ পর্যায়ে সরকারী অধ্যাপক জহুরুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় উপজেলার সকল কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।