প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১২:২৭ পি.এম
আদমদীঘিতে চার মাদককারবারীর জেল জরিমানা, মদ ও গাঁজা ধ্বংস
![]()

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার “খ” সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুরে চার মাদক কারবারীকে আটক ও এক কেজি দুই’শ গ্রাম গাঁজা ও ৬ লিটার দেশী মদ জব্দ করেছে। পরে ভ্রাম্যমান আদালত চার মাদককারবারীকে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেছে এবং জব্দ করা মাদক ধ্বংস করেছে।
সাজাপ্রাপ্ত মাদকারবারীরা হলেন, আদমদীঘি উপজেলার বাগবাড়ি গ্রামের আব্বাস মন্ডলের ছেলে হামিদুল ইসলাম (৫০) একই উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার ওসমান আলীর ছেলে মো: আপেল (৪৫), জয়পুরহাট জেলার আবাদপুকুর গ্রামের জাকির হোসেনের ছেলে কামরুজ্জামান (৩৫) এবং একই গ্রামের প্রফুল্ল প্রামানিকের ছেলে স্বপন প্রামানিক (৪০)।
এ বিষয়ে সান্তাহার “খ” সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও সান্তাহার “খ” সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চার মাদক কারবারীকে আটক করে। মঙ্গলবার সন্ধ্যায় আদালত তাদের প্রত্যেককে চার মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান,কারাদন্ড প্রাপ্ত সকলকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ