বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় গবাদি পশু পালন বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩০সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মোছাদ্দেক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি যুগ্ম পরিচালক ডঃ আব্দুল মজিদ প্রামানিক। আরোও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, জেলা যুব পরিষদ সভাপতি রবিউল হাসান দারুন, উপজেলা সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রদ্যুৎ কান্তি বসাক, উদ্যোক্তা হাবিবুর রহমান, জান্নাত খাতুন প্রমুখ। সাত দিনব্যাপী এ প্রশিক্ষণে ইউনিয়নের ৬০ জন যুব ও যুব মহিলাদের গবাদি পশু পালনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। গবাদি পশুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও বেকর যুব সমাজকে সাম্বলম্বি করার লক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।