বগুড়া সংবাদ :মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় যুবদলনেতা রাহুল সরকার (৩০) খুন হয়েছে। রাহুল সরকার বগুড়া শহর ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী গ্রামের মৃত সোবহান সরকারের পুত্র। জানা যায়, রাহুল সরকার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামের পশ্চিম পাড়ায় তার নিজ নামে লীজকৃত পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরতে আসে। পুকুর নিয়ে দ্ব›দ্ব ও মাছের ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শুক্রতার জের ধরে অজ্ঞাতনামা ৮/১০ লোক উক্ত পুকুরে গিয়ে কথাকাটি করে। কথাকাটির এক পর্যায়ে রাহুল সরকারকে ধারালো চাকু দ্বারা আঘাত করলে সে দৌড়ে পুকুরের পার্শ্বে জনৈক্য আব্দুল জোব্বারের বাড়ীতে আশ্রয় নেন। দুর্বৃত্তরা আব্দুল জোব্বারের বাড়ির ভিতরে গিয়ে ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে রাহুল সরকারকে তারা বাড়ীর ভিতর থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।